আওয়াজ উডা’ কনসার্টে শিল্পকলার মঞ্চে গান পরিবেশন করবেন র‌্যাপার হান্নান

জুলাই-অগাস্টের গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী র‌্যাপারদের মধ্যে অন্যতম হান্নান। ‘আওয়াজ উডা’ গানটির জন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং ব্যাপক আলোচনার জন্ম দেন। এবার এই আলোচিত র‌্যাপার পারফর্ম করবেন শিল্পকলার মঞ্চে!

আগামী শুক্রবার (৮ নভেম্বর) শিল্পকলা একাডেমি আয়োজন করছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যার প্রতিপাদ্য ‘আওয়াজ উড়া’। জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন র‌্যাপার হান্নান, ব্যান্ড ‘এফ মাইনর’ এবং আরও অনেকে।

শিল্পকলার সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হবে শিল্পকলার নন্দনমঞ্চে, সন্ধ্যা ৬টায়। উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী মোহাম্মদ আশরাফুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামসি আরা জামান, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এবং স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।

জুলাইয়ে ছাত্র-আন্দোলনের সময় র‌্যাপার হান্নান হোসাইন তার ‘আওয়াজ উডা’ গানটি গেয়ে ব্যাপক সাড়া ফেলেন। গানটি ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তাঁকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জ থেকে। তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়, তবে ৬ আগস্ট সরকার পতনের পর তাকে মুক্তি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *