লঞ্চে দুই তরুণীকে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

লঞ্চঘাটে দুই তরুণীকে মারধরের ঘটনায় নেহাল আহমেদ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের একটি লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় নেহাল আহমেদ জিহাদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ মে) রাত ৮টার দিকে, যখন ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য নোঙর করে। অভিযোগ রয়েছে, লঞ্চটিতে পিকনিক করতে আসা তরুণ-তরুণীদের মধ্যে কয়েকজন মাদক সেবন ও অশালীন আচরণে জড়িত ছিল—এমন খবর পেয়ে স্থানীয়রা লঞ্চে উঠে পড়ে এবং কেবিনে অবস্থানরত কয়েকজন তরুণ-তরুণীকে আটক করে।

পরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজিত জনতা লঞ্চের কিছু জানালায় ভাঙচুর চালায় এবং দুই তরুণীকে মারধর করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা নেহাল আহমেদকে মারধরকারী হিসেবে ভিডিওতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেহাল আহমেদ দাবি করেন, “শত শত উত্তেজিত মানুষ ছিল। আমি যদি কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতাম, তাহলে মেয়েগুলোর ওপর আরও খারাপ কিছু হতে পারত। এমনকি তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো আমি উদ্ধার করেছি।”

তিনি আরও স্বীকার করেন, “তাদের দুজনকে মারা আমার ঠিক হয়নি। পরিস্থিতি শান্ত রাখতেই ভাই হিসেবে এটা করেছি। এর জন্য আমি দুঃখিত।”

ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ থানা পুলিশ।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *