ঢাকা রেঞ্জে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না—সাফ জানিয়ে দিলেন নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রোববার (১১ মে) সকালে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে তার প্রথম সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা উগ্রপন্থীদের কোনো তৎপরতা সহ্য করা হবে না। যে কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ বাহিনীর ভেতরে শৃঙ্খলা রক্ষার বিষয়ে তিনি বলেন, “বিগত সময়ে কিছু অসাধু, অপেশাদার ও বিলাসী পুলিশ সদস্যের কর্মকাণ্ড বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এখন থেকে যদি কারও বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
ডিআইজি রেজাউল করিম জানান, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমাতে ও থানাকে আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘টক টু ডিআইজি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা, যার মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো যাবে এবং তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজিসহ যেকোনো ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে। ঢাকা রেঞ্জের কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে ছাড় না দেওয়ার কথাও স্পষ্টভাবে জানান তিনি।
জনগণের দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার অগ্রগতি তদারকির বিষয়ে ডিআইজি বলেন, “আমি নিজেই এসবের মনিটরিং করব। পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।
সূত্রঃ একাত্তর