জনদুর্ভোগ এড়াতে সড়ক অবরোধ থেকে বিরত থাকার আহ্বান।

রাজধানীতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির

রাজধানীতে বিভিন্ন দাবিদাওয়া ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার এক বিবৃতিতে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “সাম্প্রতিক সময়ে বিভিন্ন সময় রাস্তায় অবরোধের কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীরা, বিদেশগামী যাত্রীরা এবং জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনীয় যানবাহন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছেন।”

তিনি আরও জানান, ট্রাফিক বিভাগ যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছে। তবে যত্রতত্র সড়ক অবরোধের ঘটনায় সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বেড়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, নগরবাসীর স্বার্থ রক্ষায় এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তা অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *