সাজেকে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেপ্তার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) র‍্যাবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক হয় নানিয়ারচর উপজেলার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা।

অভিযানের সময় তার কাছ থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড গুলি, চাঁদা আদায়ের ১০টি রশিদ বই, একটি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪৮০ টাকা ও দুটি হিসাবের খাতা উদ্ধার করা হয়।

বাঘাইহাট জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র সন্ত্রাসী দল ওই এলাকায় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচজন সন্ত্রাসীর অবস্থান নিশ্চিত হয়ে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করা সম্ভব হয়।

এ ঘটনায় সাজেক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক সন্ত্রাসীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *