বাবার নামে থাকা ঠিকাদারি লাইসেন্স নিয়ে কী বলেছেন আসিফ মাহমুদ?

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একটি ঠিকাদারি লাইসেন্স রয়েছে—এমন তথ্য প্রকাশ করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকারকর্মী জুলকারনাইন সায়ের।

বুধবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেনের প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তিনি দাবি করেন, ১৬ মার্চ কুমিল্লার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এই তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেন।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করেন জুলকারনাইন। প্রথমে আসিফ মাহমুদ এ বিষয়ে অবগত নন বলে জানান এবং কিছু সময় নিয়ে বিষয়টি যাচাই করেন। পরে তিনি নিশ্চিত করেন যে, তার বাবার নামে লাইসেন্স রয়েছে এবং সেটি বৈধভাবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে তিনি দাবি করেন, এটি তার পূর্বজ্ঞান ছাড়া হয়েছে।

আসিফ মাহমুদ আরও জানান, একজন স্থানীয় ঠিকাদার তার শিক্ষক পিতাকে এ কাজে উৎসাহিত করেছিলেন। তিনি স্পষ্ট করেন, ওই লাইসেন্স ব্যবহার করে এখন পর্যন্ত কোনো সরকারি প্রকল্পে কাজ করা হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে স্বজনপ্রীতির আশঙ্কা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *