পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলাম ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা হৃদয় মিয়াজীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন তাদের কারাগারে রাখার আবেদন করেন। মেহেরাজের আইনজীবী জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হৃদয় মিয়াজী জামিনের আবেদন করেননি।
জাহিদুল ইসলাম পারভেজ ১৯ এপ্রিল বিকালে বনানীতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের শিকার হন। এ সময় তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়, পরে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ মোট আটজনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। (প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩, প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গ্রেপ্তার)
এ পর্যন্ত এ মামলায় চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে, এবং দুজন আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
সূত্রঃ কালবেলা