আদালতে ইনু, কুষ্টিয়ায় না যাওয়ার কৌশল চান; কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন তুরিন আফরোজ
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে হাজির করা হয় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। হাজিরার সময় ইনু তার আইনজীবী মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করেন, “আজকের মামলা কী? কিছু জানো?” আইনজীবী জানান, তিনি কিছুই জানেন না। তখন ইনু বলেন, “৮ মে কুষ্টিয়ায় হাজিরা আছে, আর ৬ মে এখানে হাজিরা রয়েছে। তুমি ৭ মে কোনো একটা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ করে দাও, যাতে কুষ্টিয়ায় যেতে না হয়।” জবাবে আইনজীবী তাকে আশ্বস্ত করেন। এরপর তাকে ভাটারা থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, এর আগেও গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিন একই আদালতে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকেও। আদালতে দাঁড়িয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। কাঠগড়ায় তোলার সময় শুরুতে তাঁকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই আবেগে ভেঙে পড়েন তিনি। নারী পুলিশ সদস্যের সহায়তায় কাঠগড়ায় তোলা হলে কান্নায় ভেঙে পড়া তুরিনকে সান্ত্বনা দেন ইনু, সাবেক আইজিপি শহিদুল হক এবং ছাত্রলীগের সাবেক নেতা তানভীর হাসান সৈকত।
সূত্রঃ ইত্তেফাক