সাংবাদিক মুন্নী সাহা সম্প্রতি তার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা জমা থাকার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্তারিত স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন।
মুন্নী সাহা জানান, তার ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা জমা থাকার খবরটি বিভ্রান্তিকর ও মিথ্যা, এবং এতে জনমনে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, তিনি যে একাউন্টটির নমিনি, সেটি ২০১৭ সালে কবির হোসেন তাপস নামক এক ব্যবসায়ী খোলেন। ওই একাউন্টে ১৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে, তবে তিনি স্পষ্ট করেন যে, এর সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং এই টাকার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
এছাড়া, তিনি আরও উল্লেখ করেন যে, এই লেনদেনের অর্থ ব্যবসায়িক কার্যক্রমের জন্য এবং বিভিন্ন খরচের জন্য ব্যবহৃত হয়েছে, যা কোনোভাবেই তার ব্যক্তিগত জমা বা আয় নয়। মুন্নী সাহা বলেন, কিছু সংবাদমাধ্যম ভুল তথ্য প্রচার করে যাতে মনে হয় যে, এই ১৩৪ কোটি টাকা তার ব্যক্তিগত হিসাবেই জমা ছিল।
এদিকে, তিনি জানান, সাংবাদিক হিসেবে তার নামে যে অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বর্তমানে সরকারের স্বচ্ছ অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এসব ভুল প্রমাণিত হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তদন্তে সত্য উদঘাটিত হয়েছে এবং তিনি এ নিয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে, তিনি দুঃখিত যে কিছু সাংবাদিক তথ্যগুলি ভুলভাবে উপস্থাপন করে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।