দ্য ইকোনমিস্টের বিচারে বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হল বাংলাদেশ

প্রতি বছরকার মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট, এবং ২০২৪ সালের সেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করা হয়েছে। সেরা দেশ বাছাইয়ের জন্য চূড়ান্ত তালিকায় পাঁচটি দেশ ছিল, যার মধ্যে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড অন্তর্ভুক্ত ছিল।

বৃহস্পতিবার দ্য ইকোনমিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে ‘উত্তপ্ত বিতর্কে’ সংবাদদাতারা তাদের ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্থান দেয়, আর সিরিয়া হয় রানারআপ।

সেরা দেশ নির্বাচন করার সময় ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ হিসেবেই বিচার করা হয়নি, বরং গত ১২ মাসে যেসব দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে, তাদের মধ্যে থেকে সেরা দেশ নির্বাচন করা হয়।

বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই দেশটি এক স্বৈরশাসককে উৎখাত করতে সক্ষম হয়েছে। গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি দীর্ঘ ১৫ বছর ধরে দেশটি শাসন করছিলেন। এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দেওয়ার পর তিনি তার শাসনামলে দমন-পীড়ন, নির্বাচনে কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠানোর মতো কর্মকাণ্ডে লিপ্ত হন, এবং আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন।

প্রতিবেদনটি আরও দাবি করে যে, শেখ হাসিনার শাসনকালে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়।

এছাড়া, প্রতিবেদনে বলা হয়, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতি স্থিতিশীল করতে সক্ষম হয়েছে।

এ বছর সিরিয়ার পরিস্থিতিও উল্লেখযোগ্য ছিল। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা দেশটির শাসনভার গ্রহণ করেন। আসাদের দুই দশকের নিষ্ঠুর শাসনের ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই কারণে সিরিয়াকে রানারআপ হিসেবে নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *