‘আমাদের এই বিশাল অভ্যুত্থান যাদের পছন্দ নয়, তারা এটিকে মুছে ফেলতে, আড়াল করতে এবং নতুন রূপে দুনিয়ার সামনে তুলে ধরতে চায়। এর বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের বিষয় নয়, বরং জাতি হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন।’
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক নেতারাও বাংলাদেশ রক্ষার প্রশ্নে তারা সম্পূর্ণ ঐক্যবদ্ধ বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন।