সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তিন বাহিনীর প্রধানরা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তারা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। একই দিনে দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটিতেও বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। মোনাজাতে সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, পাশাপাশি দেশের কল্যাণ ও সমৃদ্ধি, বাহিনীর উন্নতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথকভাবে দিবস উপলক্ষে বাণী প্রদান করেন।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, পুষ্পস্তবক অর্পণের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টা দিবসটির অনুষ্ঠানিকতায় ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এতে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তাসহ সামরিক ও অসামরিক পর্যায়ের ব্যক্তিরা।
এছাড়া, বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
ঢাকার বাইরে অন্যান্য সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটিতেও একই দিনে সশস্ত্র বাহিনী দিবসের নানা কর্মসূচি পালিত হবে।