শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তরের চেষ্টা চলছে। তিনি বলেন, সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা ছিলো অপরিকল্পিত এবং এর ফলে বিভিন্ন সমস্যা ও সংকট সৃষ্টি হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছিলেন যে, কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে।
বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, সাত কলেজকে স্বতন্ত্র পরিচয় দিতে একটি কমিটি কাজ করছে এবং প্রতিবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শেষের দিকে। এবার আরেকটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, যা কলেজগুলোর অবকাঠামো উন্নয়ন, স্বায়ত্তশাসন প্রদান এবং আরও অনেক বিষয়ে পরামর্শ দেবে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষার মানোন্নয়ন এবং বৈষম্য দূর করা, এবং নামকরণের বিষয়ে সবার সঙ্গে আলোচনা করা হবে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, যেকোনো সিদ্ধান্ত বা পরিবর্তন পরবর্তী নির্বাচিত সরকারের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। তিনি আরও জানান, বর্তমান শিক্ষাব্যবস্থার কোনো সমস্যা যেন বিঘ্নিত না হয় এবং যে অসুবিধাগুলো আছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।
এছাড়া, তিনি শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, রাস্তা অবরোধ এবং বিশৃঙ্খলা পরিহার করতে হবে। আন্দোলনে আহত এবং নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে সুসম্পর্ক ফিরিয়ে আনার জন্য কাজ করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সময় সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, কিন্তু এরপর থেকেই এই কলেজগুলোর বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছিল, যা সর্বশেষ শিক্ষা উপদেষ্টার আশ্বাসে স্থগিত করা হয়।