জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী সম্প্রতি তার ফেসবুক পোস্টে শহীদ সাইফুল ইসলাম আলিফকে নিয়ে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন। তিনি লেখেন, “লাখো মুসলিমের পরম দুআ ও মমতায় সিক্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ। ইনশাআল্লাহ, শাহাদাতের এ পবিত্র রক্তে উজ্জীবিত হবে গোটা উম্মাহ।”
তিনি আরও বলেন, “উগ্রবাদ ও চরমপন্থা মোকাবিলায় আলিফের আত্মত্যাগকে আল্লাহ কবুল করুন। জেনে রাখুন হে শহীদ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপনার পথেই হাঁটবে আগামীর তরুণরা।”
এই বার্তায় মিজানুর রহমান আজহারী শহীদ আলিফের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে জাতির নতুন প্রজন্মকে তার দেখানো পথ অনুসরণ করার আহ্বান জানান। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে।