“বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের অগ্রসর হতে হবে, উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। আমাদের দায়িত্ব হলো, এই নতুন দেশে সব মানুষকে একত্রিত করে একটি বৃহত্তর পরিবারে পরিণত করা। এখানে কেউ কারো ওপর থাকবে না, আবার কেউ কারো নিচেও থাকবে না। এই ধারণা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘পরিবারে মতপার্থক্য হতে পারে, বাকবিতণ্ডা হতে পারে, তবে আমরা কখনও কারো শত্রু হবো না, কাউকে তার মতামতের কারণে শত্রু ভাবব না। কাউকে ধর্মের কারণে শত্রু ভাবব না, আমরা সবাই সমান, সবাই এক পরিবারের অংশ।’
ড. ইউনূস বলেন, ‘বৈষম্যহীন, শোষণমুক্ত, কল্যাণকর ও মুক্ত বাতাসের জন্য স্বাধীনতা অর্জন করেছিলেন মুক্তিযোদ্ধারা। আমি সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা একটি এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সব ক্ষমতার উৎস হবে, এবং বাংলাদেশ বিশ্বে মানবিক ও কল্যাণকামী রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। আমরা বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব, এবং আমাদের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ছাত্র-জনতার সাহস ও আত্মত্যাগের ফলে অর্জিত নতুন বাংলাদেশে আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আমরা বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত ও জীবিত ছাত্র-জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তারা যে সুযোগ আমাদের দিয়েছে, তা ব্যবহার করে আমরা বাংলাদেশকে বিশ্বের কাছে একটি অনুকরণীয় দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে শপথ নিয়েছি।’
ড. ইউনূস শেষ পর্যন্ত বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তরুণ সমাজকে এমন একটি পরিবেশ দিতে হবে, যাতে তারা সীমিত সম্পদের মধ্যেও মেধার ভিত্তিতে সৃজনশীলতা বিকাশের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখতে পারে।’