বাংলাদেশ আর কখনো Colonizable হবে না – উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে ছাত্র-জনতার ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লেখেন, “ছাত্র জনতাকে অভিবাদন! দায়িত্ব ও দরদের নজির দেখিয়ে আপনারা বাংলাদেশকে গর্বিত করেছেন। বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না। ইনশাআল্লাহ।”

মাহফুজ আলম তার বার্তায় রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “আমাদের ব্যক্তি ও সমষ্টির ‘শক্তি’ সাধনায় দরদি ও দায়িত্ববান হয়ে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা মোক্ষ। আমাদের এ অভ্যন্তরীণ শক্তি যেকোন বহি:শত্রুকে পর্যুদস্ত করবে। আমরা আর Colonizable হবো না।”

তিনি বিশেষভাবে প্রাজ্ঞ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের প্রশংসা করে বলেন, তারা বাঙালি মুসলমানদের দায়িত্বশীল আচরণে অনুপ্রাণিত করেছেন এবং ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মাহফুজ আলম তার বার্তায় সকলকে নেতিবাচকতা ও ভাঙনের মানসিকতা পরিহার করে সৃজনশীল ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “এ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল জুলাই শহিদানসহ শহিদ আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে।”

তার এই পোস্ট সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *