বইমেলা এবার সোহরাওয়ার্দী উদ্যানে: সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, আসন্ন বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোনো সমস্যা হবে না। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে অনেক কাজের সুযোগ রয়েছে এবং সব কিছু আইনের আওতায় রেখে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে বহু ধর্ম, ভাষা ও জাতি একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং সরকার এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরবে। এর পাশাপাশি, তিনি উল্লেখ করেন যে, দেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা একে একে মিথ্যা প্রমাণিত হবে।
এছাড়া, আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ডাকা প্রতিবাদ সভা প্রত্যাহার করা হয়েছে। সংস্কৃতি উপদেষ্টা জানান, সংস্কৃতির প্রচারের ক্ষেত্রে সবাইকে স্বাগত জানানো হবে এবং কোনো ধর্ম বা জাতিগত আক্রমণ বরদাস্ত করা হবে না।
নতুন বাংলাদেশের ছবি তৈরি করার পরিকল্পনার কথাও শেয়ার করেন ফারুকী, বিশেষ করে তিনি উল্লেখ করেন যে, গত ১৫ বছর মুক্তিযুদ্ধের আদর্শ ও সংস্কৃতি আড়ালে চলে গিয়েছিল, যা এখন থেকে পরিত্যক্ত হবে। শিল্পকলা একাডেমি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাও জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, “জুলাই স্পিরিট” এবং সরকারের সংস্কৃতি বিষয়ক কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হবে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে তার মন্ত্রণালয় পুরোদমে কাজ শুরু করতে পারবে।