সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। তার ফেসবুক পোস্টগুলো প্রায়ই আলোচনার এবং সমালোচনার জন্ম দেয়। কিছুদিন আগে, তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে বিভিন্ন পোস্ট করেছেন, যার কারণে তাকে ‘আওয়ামী দোসর’ হিসেবে অভিহিত করেছেন অনেকেই। এবার, তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করা মানুষদের সমালোচনা করতে গিয়ে তাদেরকে ‘হিটলারের দোসর’ বা ‘নাৎসি’ হিসেবে চিহ্নিত করেছেন।
বুধবার (২০ নভেম্বর) সকালে, তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ফারুকী একটি পোস্ট করেন, যেখানে তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করা শিল্পী-সাহিত্যিকদের সমালোচনা করেন। তিনি লেখেন, “যারা এখনও খুনি হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিকে হত্যার উসকানি দিচ্ছেন, তাদের আমি নিন্দা জানাতে পারি না। আমি জানি না শিল্পী পরিচিত কেউ কীভাবে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করতে পারে!”
এছাড়া, যারা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, তাদের হত্যার উসকানি দেওয়াদের ‘হিটলারের দোসর’ বা ‘নাৎসি’ হিসেবে উল্লেখ করেন ফারুকী। তিনি লিখেন, “হিটলারের কালে জন্মালে আপনারা হতেন নাৎসি।” উল্লেখ্য, অ্যাডলফ হিটলার, জার্মানির কট্টর বর্ণবাদী নেতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন এবং তার নাৎসি পার্টির সমর্থকরা ছিল অত্যন্ত নির্মম, যাদের হাতে হাজার হাজার মানুষ নির্মম অত্যাচারের শিকার হয়।