প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা ব্যর্থ হবে: সারজিস আলম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম একটি ফেসবুক পোস্টে জোরালোভাবে বলেছেন যে, তাদের আন্দোলনকে কোনোভাবেই ভয় বা অত্যাচার দিয়ে স্তব্ধ করা যাবে না। তিনি উল্লেখ করেন, “নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। DGFI ও DB’র পাশবিক অত্যাচার, কোনো কিছুই তাদের লক্ষ্য থেকে টলাতে পারেনি।”

পোস্টটিতে হাসনাত, মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ ও হান্নান মাসুদদের প্রতি আলম তাঁর গভীর আস্থার প্রকাশ করেন। তিনি আরও বলেন, “শেখ হাসিনার পুরো রেজিমের ভয়ও এদের লক্ষ্য থেকে সরাতে পারেনি।”

সারজিস আলম তার সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমানের বিষয়কে স্বাভাবিক বলে উল্লেখ করলেও, ঐক্যবদ্ধ সংগ্রামের শক্তির ওপর তার বিশ্বাস অটুট। তিনি এজেন্টদের নোংরা প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করে বলেন, “এই বন্ধন এমনি এমনি তৈরী হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরী হয়েছে।”

তার বক্তব্য আন্দোলনের ভেতরকার চ্যালেঞ্জের পাশাপাশি প্রতিজ্ঞাবদ্ধ ঐক্য এবং দৃঢ়তারও প্রতিফলন ঘটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *