দীর্ঘ ১২ বছর পর পদোন্নতি পেলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের জন্য আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম অবশেষে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘ ১২ বছর পর তিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিবের দায়িত্বে পদায়ন হয়েছেন। সারওয়ার আলম ২০০৮ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং বিভিন্ন সময়ে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে জনগণের প্রশংসা কুড়ান।

তবে, তার এই সততা ও নীতিগত অবস্থানের কারণে তাকে একাধিকবার পদোন্নতি থেকে বঞ্চিত করে রাখা হয় বলে অভিযোগ। গণধিকার পরিষধের ফারুক হাসান ফেসবুকে এক পোস্টে বলেন, “ফ্যাসিবাদী সরকার ১২ বছর ধরে তাকে পদবঞ্চিত করে রেখেছিল। তবে, সত্যের বিজয় সবসময়ই হয় আজ বা কাল। সততার পরাজিত হওয়ার কোনো ইতিহাস নেই।”

তার এই পদোন্নতির খবরে সাধারণ মানুষ ও সততার পক্ষে থাকা অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, এই পদোন্নতি সারওয়ার আলমের দীর্ঘদিনের সংগ্রামের ন্যায্য স্বীকৃতি। তবে সমালোচকরা এই পদোন্নতিকে রাজনৈতিক চাপের ফলাফল হিসেবেও দেখছেন।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম তার ক্যারিয়ারে ভেজালবিরোধী অভিযানসহ বিভিন্ন সাহসী উদ্যোগের জন্য পরিচিত। তার সততা ও দায়িত্বশীলতা তাকে সাধারণ মানুষের মাঝে একজন ‘নায়ক’ হিসেবে পরিচিতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *