তাবলিগ জামায়াতের সাদপন্থি সদস্যরা এবার ৭ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) জুমার নামাজের আগে তারা এই ঘোষণা দেন।
এর আগে, সাদপন্থিরা শুক্রবার সকাল থেকেই কাকরাইল মসজিদে অবস্থান শুরু করেন। এর ফলে ভোর থেকেই কাকরাইল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। কাকরাইল মসজিদের আশপাশে ব্যাপক সমাগম হওয়ায় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া, রমনা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার রাস্তাগুলো বন্ধ রাখা হয় নিরাপত্তার জন্য।
কাকরাইল মসজিদে সাদপন্থিদের অবস্থান শেষ হলে, সকাল ১০টা নাগাদ সুরাপন্থিরা মসজিদ থেকে সরে যান। রমনা জোনের ডিসি সাংবাদিকদের জানান, গত চার সপ্তাহ ধরে জুবায়েরপন্থিরা কাকরাইল মসজিদে অবস্থান করেছিলেন এবং তারা আজ সেখান থেকে চলে গেছেন। এখন সাদপন্থিরা দুই সপ্তাহ সেখানে অবস্থান করবেন। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সুষ্ঠুভাবে সাদপন্থিরা সেখানে প্রবেশ করেছেন।
এদিকে, সাদপন্থিরা তাদের মহাসমাবেশের বিষয়ে জানিয়ে বলেন, তারা আগামী ৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একটি বিশাল সমাবেশ আয়োজন করবেন। উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে কাকরাইল মসজিদে সাদপন্থি এবং জুবায়েরপন্থি দু’পক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্বের পর থেকে এখানে দু’পক্ষ পর্যায়ক্রমে অবস্থান নিয়ে আসছে।