আমার কাছে কোনো জাদু নেই যে শুধু বলে দিলেই সব কিছু হয়ে যাবে।

পুলিশের মনোবল দুই দিনে পরিবর্তিত হয় না, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘‘পুলিশের মনোবল আগের তুলনায় বেড়েছে এবং ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে এগোচ্ছে। তবে এটি পরিবর্তন হতে সময় লাগে, দুই দিনে নয়। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আমি কোনো জাদু জানি না, যে বললেই সব কিছু ঠিক হয়ে যাবে।’’

যারা এখনো পুলিশ বাহিনীতে যোগদান করেনি, তাদের আইনের দৃষ্টিতে অপরাধী উল্লেখ করে তিনি বলেন, ‘‘যারা এখনও জয়েন করেনি, তারা আমাদের কাছে অপরাধী। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। যদি আপনারা খোঁজ দিতে পারেন, আমি তাদের ধরতে ব্যবস্থা নেব।’’ মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ভুয়া মামলায় কাউকে যেন হেনস্তা না করা হয়, তা নিশ্চিত করতে সরকারের তৎপরতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘মামলা দায়ের করার দায়িত্ব পুলিশে নয়, জনগণের। অনেক ক্ষেত্রে মামলার সংখ্যা বেশি, যেগুলোর মধ্যে অনেক ভুয়া মামলা রয়েছে। আমরা মিডিয়াতে বিজ্ঞপ্তি প্রকাশ করে সঠিক মামলা ছাড়া কাউকে ধরার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি।’’

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, স্বীকার করে তিনি আরও বলেন, ‘‘আজও বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটি শুধু পুলিশ কিংবা সরকার একা করতে পারে না। আপনাদের সহযোগিতা প্রয়োজন।’’

সারা দেশে জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘‘এ পর্যন্ত চট্টগ্রামে অন্তত ৫০ জন অস্ত্রধারী চিহ্নিত হয়েছে, এর মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে বাকিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’’

এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনারকে অস্ত্রধারীদের তালিকা তৈরি করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্য জোটের দাবির বিষয়ে, যে সরকার ও প্রশাসনের একটি পক্ষ দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এ বিষয়ে সঠিক উত্তর আপনারাই দিতে পারবেন। তবে, উসকানির বিষয়ে তো আগেই বলেছি, পাশের দেশই আমাদের মাঝে উসকানি সৃষ্টি করছে।’’

পাকিস্তান থেকে আসা জাহাজ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, এই জাহাজ মধ্যপ্রাচ্য থেকে আসছে এবং আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ নয়। আমাদের দেশের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন খেজুর, পেঁয়াজ, আলু রমজান মাসে আসবে, সেগুলোর জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চাই না।

ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারের ব্যাপারে তিনি সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, মিথ্যা সংবাদ ছড়িয়ে দেশের শত্রুরা সুবিধা পায়। আমাদের মিডিয়া সুনামধন্য, আর পাশের দেশের মিডিয়া মিথ্যার প্রচার বেশি করে থাকে। এর বিরুদ্ধে আপনাদের দায়িত্ব হচ্ছে সঠিক তথ্য প্রদান করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *