চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রকাশিত হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম শুভ কান্তি দাশ, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। শুভ কান্তি দাশ পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার জানান, গতকালের এক ঘটনার পর আইন বিভাগের শিক্ষার্থীরা জানায় যে, শুভ কান্তি দাশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এর পরিপ্রেক্ষিতে আইন বিভাগের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে বসে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁর ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়েছিল।
এদিকে, বহিষ্কৃত শুভ কান্তি দাশ পটিয়া উপজেলার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য এবং ইসকনের সক্রিয় কর্মী বলে জানা গেছে।