বিএনপি ক্ষমতায় এলে তথ্যপ্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে সিলেটে ‘বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে সূচনাপর্বে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদেরও আইটি খাতে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ দেওয়া হবে।
আমীর খসরু বলেন, “দেশের মানুষের চিন্তাভাবনায় এখন পরিবর্তন এসেছে। আগের ধাঁচে রাজনীতি করে সফল হওয়া যাবে না। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, তাহলে প্রথম ১৮ মাসের মধ্যেই এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
তিনি আরও অভিযোগ করেন, দেশে ব্যবসায়িক পরিবেশ নষ্ট করে তা একটি বিশেষ গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত করা হয়েছে। “প্রতিটি মানুষের যেন ব্যবসা করার সুযোগ থাকে—এমন একটি উন্মুক্ত ও সবার জন্য সমান সুযোগের পরিবেশ গড়ে তুলতে হবে,” বলেন তিনি।
সূত্রঃ আমার দেশ