মব সামাল না দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ডিএমপি কমিশনার

মব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশকে জবাবদিহি করতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, কোনো মবকাণ্ড ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ডিএমপি সদর দপ্তরে জাইকার কারিগরি সহযোগিতায় আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কমিশনার বলেন, “সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে ঘিরে মবকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমরা মব নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছি। এর আগেও মব সংশ্লিষ্ট ঘটনায় ছিনতাই ও ডাকাতির মামলা নিয়েছি।”

তিনি আরও বলেন, “মব জাস্টিসের কিছু ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। সে কারণে দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আগের তুলনায় এখন এমন ঘটনার হার অনেক কমে গেছে।”

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “কোনো অপরাধীকে ধরতে গিয়ে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন, আমরা ব্যবস্থা নেব।”

চাঁদাবাজির অভিযোগ নিয়েও কথা বলেন কমিশনার। তিনি জানান, “চাঁদাবাজির অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিচ্ছি। সম্প্রতি আদাবর থানায় এমন এক ঘটনায় মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।”

অনুষ্ঠানে ‘ডিআরএসপি প্রকল্প’-এর আওতায় আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *