কেন অনুশীলনে ড্রোন ব্যবহার করছেন আলোনসো

ড্রোন দিয়ে অনুশীলন তদারকি, পাচুকা ম্যাচে বাড়তি সতর্ক রিয়াল ও আলোনসো

গত মৌসুম রিয়াল মাদ্রিদের জন্য একরকম হতাশার নাম। কার্লো আনচেলত্তির অধীনে কোনো শিরোপা জিততে না পারা ‘লস ব্লাঙ্কোস’ শিবিরকে হতাশ করেছিল। তবে ক্লাব বিশ্বকাপে ভালো কিছু করে সেই স্মৃতি পেছনে ফেলার সুযোগ পেয়েছে তারা। যদিও টুর্নামেন্টের শুরুটা আশানুরূপ হয়নি—প্রথম ম্যাচেই আল হিলালের সঙ্গে ১-১ গোলের ড্র।

পরবর্তী রাউন্ডে যেতে হলে রিয়ালকে জয় পেতেই হবে পাচুকার বিপক্ষে। বাংলাদেশ সময় রোববার (২২ জুন) রাত ১টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তাই বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে অনুশীলনে নতুন এক প্রযুক্তির আশ্রয় নিয়েছেন কোচ চাবি আলোনসো—ড্রোন।

স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, গত বৃহস্পতিবার পাম বিচে অনুশীলন করেছে রিয়াল মাদ্রিদ। সেই অনুশীলনে খেলোয়াড়দের চলাচল ও অবস্থান পর্যবেক্ষণের জন্য আকাশপথে ড্রোন ব্যবহার করেছেন আলোনসো।

ড্রোনে ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে খেলোয়াড়দের ভুলত্রুটি, কৌশলগত ঘাটতি এবং উন্নতির জায়গাগুলো নির্ণয় করছেন কোচিং স্টাফ। গোল ডটকম জানিয়েছে, এর আগে রিয়াল বা আলোনসোকে অনুশীলনে এমন ড্রোন ব্যবহারে দেখা যায়নি। তবে ক্যামেরা প্রযুক্তি ব্যবহারে আলোনসো আগেই পরিচিত—বায়ার লেভারকুজেনে কোচ থাকার সময় একইভাবে আলোচনায় এসেছিলেন এই সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *