হেবরনে উস্কানিমূলক মিছিলের ভিডিও ধারণ করায় মার্কিন সাংবাদিক আটক
ফিলিস্তিনের হেবরন শহরের পুরাতন অংশে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের আয়োজিত ‘উস্কানিমূলক মিছিলের’ ভিডিও ধারণ করার সময় মার্কিন সাংবাদিক ও পডকাস্টার এরিক ম্যাডক্সকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুধু আটকই নয়, মিছিলের সময় বসতি স্থাপনকারীরা তার ওপর শারীরিকভাবে হামলাও চালায়।
শনিবার (১৭ মে) এ ঘটনা ঘটে। হেবরনের শান্তিপূর্ণ ফিলিস্তিনি সংগঠন ‘ইয়ুথ এগেইনস্ট সেটেলমেন্টস’-এর প্রতিষ্ঠাতা ইসা আমরো তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুকে জানান, সাংবাদিক ম্যাডক্স অবৈধ বসতিগুলোর documenting-এর সময় দখলদার সেনারা তাকে গ্রেফতার করে।
ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই সাংবাদিক হেবরনের পুরনো শহরে বসতি স্থাপনকারীদের একটি মিছিলের চিত্র ধারণ করছিলেন। কুদস নিউজ নেটওয়ার্কের একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সেনারা ম্যাডক্সকে ঘিরে রেখেছে এবং তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। ইসা আমরো জানান, “ইসরায়েলি দখলদার বাহিনী চায় না—হেবরনে তাদের কার্যকলাপের কোনো প্রমাণ বা ভিডিও দুনিয়ার সামনে আসুক।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি হামলা এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ। গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক রায়ে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্বকে বেআইনি ঘোষণা করে এবং ওইসব বসতি খালি করার আহ্বান জানায়।
সূত্রঃ ইত্তেফাক