জবি শিক্ষার্থীদের যমুনা অভিমুখে লং মার্চ শুরু

তিন দফা দাবিতে যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলো জবি শিক্ষার্থীরা

আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন এবং দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প বাস্তবায়নের দাবিতে যমুনার উদ্দেশে লংমার্চ কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জমায়েত হতে শুরু করেন এবং বেলা ১১টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।

লংমার্চে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষকরাও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে মিছিলে শামিল হয়েছেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) গিয়েছিল। তবে সেখানে আশানুরূপ আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীরা ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেয়। কর্মসূচিটি “জুলাই ঐক্য” নামে গঠিত একটি প্ল্যাটফর্মের ব্যানারে সংগঠিত হচ্ছে।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফা দাবিগুলো হলো:
১. আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে চালু করা।
২. বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো রকম কাটছাঁট ছাড়াই অনুমোদন করা।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা।

এদিকে শিক্ষার্থীদের এই লংমার্চ ঠেকাতে রাজধানীর তাঁতীবাজার ও গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় পুলিশ ব্যারিকেড বসিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *