সাইবার জগতেও নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম
শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই মাঠপর্যায়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী। তবে রাজনৈতিক মাঠে অনুপস্থিত থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাইবার স্পেসে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তারা। এবার সেই পথও বন্ধ করে দিল অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার (১১ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং বাদী-সাক্ষীদের সুরক্ষার স্বার্থে দলটির সব ধরনের কার্যক্রম, সাইবার প্ল্যাটফর্মসহ, নিষিদ্ধ থাকবে।
আসিফ লিখেন, “জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বচ্ছ ও শান্তিপূর্ণ বিচার নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।”
এর আগের দিন, শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগের সকল কার্যক্রম বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেয় সরকার। এবার সেই সিদ্ধান্তের পরিপূরক পদক্ষেপ হিসেবে অনলাইন কার্যক্রমেও নিষেধাজ্ঞা জারি করা হলো।
এ নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের কোনো ধরনের প্রচারণা, সংগঠন পরিচালনা বা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে প্রচার করা যাবে না। সাইবার স্পেসে নজরদারি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্রঃএকুশে