সরকারের সিদ্ধান্তে বিএনপির অবস্থান প্রতিফলিত হয়েছে: এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছে, তা অনেকটাই বিএনপির আগের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, “আলোচনার মাধ্যমেই যদি সরকারের এই সিদ্ধান্ত আগে আসত, তবে পরিস্থিতি এতটা জটিল হতো না। ৯ মাস পর এসে তারা যা করলো, আমরা তো শুরু থেকেই সেটাই বলে আসছি।”
রোববার (১১ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ওয়ার্ডভিত্তিক নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আলোচনার মাধ্যমে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এই বিচার হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে। গণহত্যা, গুম ও খুনের ঘটনায় যারা জড়িত, তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ বিচার থেকেই তৈরি হতে পারে। এজন্য অন্তর্বর্তী সরকারের উচিত সব দলকে নিয়ে আলোচনায় বসা এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা।”
এ্যানি দাবি করেন, দ্রুত বিচার হলে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে। “হাসিনার বিচার যদি দৃশ্যমান হয়, তাহলে জনগণ বুঝবে, আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে,”—বলেন তিনি। তিনি আরও বলেন, রাজপথে আন্দোলন করতে হলে জনগণের ভোগান্তি বাড়ে, যা কারও কাম্য নয়।
আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দীর্ঘ দিনের আন্দোলনের ফলই বর্তমান অন্তর্বর্তী সরকার। কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার ৯ মাস পার হলেও এখনও কোনো দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না। বিচার এতো ধীরগতিতে কেন চলছে, তা পরিষ্কার নয়।”
এ সময় জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, সরকারি কৌঁসুলি আহমেদ ফেরদৌস মানিক, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন ও সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চুসহ আরও নেতারা উপস্থিত ছিলেন।