নিউজিল্যান্ড ‘এ’ দলকে টপকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। বুধবার (৭ মে) সিরিজের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ব্যাটিং ও ধারাবাহিক বোলিংয়ের সমন্বয়ে ৮৭ রানের বড় জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল।
টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ‘এ’। তবে সেই সিদ্ধান্ত তাদের জন্য হয় বিপরীত ফলদায়ী। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ। দলের বড় স্কোরের নায়ক ছিলেন অধিনায়ক সোহান ও মাহিদুল ইসলাম অংকন। চতুর্থ উইকেটে তারা গড়েন ২২৫ রানের দুর্দান্ত জুটি।
সোহান ১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় খেলেন ১১২ রানের ঝড়ো ইনিংস। অংকনও পিছিয়ে ছিলেন না। তিনি ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় করেন ১০৫ রান। ইনিংসের শেষদিকে দ্রুত রান যোগ করেন মোসাদ্দেক হোসেন (১৩ রান)। কিউই বোলারদের মধ্যে ক্রিস্টিয়ান ক্লার্ক নেন দুটি উইকেট, যদিও রান দেন ৭১।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও মাঝপথে ছন্দ হারিয়ে ফেলে নিউজিল্যান্ড ‘এ’। ডেল ফিলিপস ৫৪ বলে ৭৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও তার বিদায়ের পর দ্রুত ধসে পড়ে সফরকারী ব্যাটিং লাইনআপ। জো কার্টার (৩৬) ও জশ ক্লার্কসন (৩৪) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোসাদ্দেক হোসেন নেন ৩ উইকেট, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও শামীম হোসেন প্রত্যেকে নেন দুটি করে উইকেট। নিউজিল্যান্ড ‘এ’ দল থামে ৪৩.১ ওভারে ২৫৭ রান করে।
এই জয়ে বাংলাদেশ ‘এ’ দল ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। এখন শুধুই আনুষ্ঠানিকতা বাকি সিরিজের শেষ ম্যাচে।
সূত্রঃ ইত্তেফাক