ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরিদের বসতবাড়ি ধ্বংস করছে

কাশ্মীরে সেনা অভিযানের নামে বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় বাহিনী

পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরজুড়ে অভিযান জোরদার করেছে মোদি সরকার। এসব অভিযানে শুধু সন্দেহের ভিত্তিতে সাধারণ মানুষকে আটক করা হচ্ছে, এমনকি অনেক কাশ্মীরির বাড়িঘর বুলডোজার ও বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে রোববার (২৭ এপ্রিল) জানানো হয়, সর্বশেষ আরও দুজন সন্দেহভাজনের বাড়ি ভেঙে দিয়েছে ভারতীয় সেনারা। পেহেলগাম হামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে ওই দুই ব্যক্তির পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন তাদের আত্মীয় ও এক পুলিশ কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯টি বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ঘটনা ভারতের সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘনের শামিল। আদালত স্পষ্টভাবে জানিয়েছিল, কোনো বাড়ি ভাঙার আগে মালিককে নোটিশ দিতে হবে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যথাযথ আইন না মেনে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া অসাংবিধানিক।

অধিকারকর্মীরা এই কর্মকাণ্ডকে কাশ্মীরে “সম্মিলিত শাস্তির” একটি রূপ হিসেবে দেখছেন। তারা বলছেন, অপরাধ প্রমাণ হওয়ার আগেই শুধুমাত্র সন্দেহের ওপর ভিত্তি করে ব্যক্তির পরিবারের ওপর এমন কঠোর ব্যবস্থা মানবাধিকারের চরম লঙ্ঘন।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *