রুমিন ফারহানা বলেছেন, অস্বাভাবিক হলো এই যে, অবৈধভাবে কেউ এতদিন ক্ষমতায় টিকে আছেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতা ছেড়ে দিয়ে আরেকটি দল ক্ষমতায় আসবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যারা অবৈধভাবে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় টিকে আছেন, সেটাই প্রকৃতপক্ষে অস্বাভাবিক।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোর মিলনায়তনে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

রুমিন বলেন, “সম্প্রতি একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। তারা বলছে, ৩৬ দিনের মধ্যে শেখ হাসিনার সরকার পড়ে গেছে, তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। যদি তাই হতো, তাহলে গত ১৫ বছরে আমাদের হাজার হাজার নেতা-কর্মীর আত্মত্যাগ, গুম, বিচার বহির্ভূত হত্যা এবং লক্ষাধিক মামলার কী হবে? এই রক্ত ও ত্যাগের মূল্য কোথায়?”

তিনি আরও বলেন, “নতুন দলের অনেকে অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়। আমি বলি, হ্যাঁ, আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই, যা গণতান্ত্রিকভাবে স্বাভাবিক। কিন্তু যেভাবে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে গেছে, সেটাই তো অস্বাভাবিক।”

এ কর্মশালার আয়োজন করে গাইবান্ধা জেলা বিএনপি। উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান বক্তা ছিলেন ডা. মওদুদ আলমগীর পাভেল। বক্তব্য রাখেন প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন পুতুলসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *