বাংলাদেশ ২৫৫ রানে অলআউট, জিম্বাবুয়ের জয়ের লক্ষ্য এখন ১৭৪ রান।

চতুর্থ দিনে লড়েও স্বস্তিতে নেই বাংলাদেশ, জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ১৭৪ রান

সিলেট টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে দল থামে ২৫৫ রানে। ফলে ম্যাচ জিততে জিম্বাবুয়ের লক্ষ্য এখন মাত্র ১৭৪ রান।

দিনের শুরুতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯৪। তবে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে, সকাল ১১টায় শুরু হয়। শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা—দ্বিতীয় বলেই উইকেট হারান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা শান্ত এদিন আর কোনো রান যোগ না করেই ব্লেসিং মুজারাবানির বলে ভিক্টর নুয়াইসির হাতে ক্যাচ তুলে দেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ১৬ রান যোগ হতেই বিদায় নেন মেহেদী হাসান মিরাজ (১১)। এই উইকেটটি নিয়ে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মুজারাবানি।

তাইজুল ইসলামের বিদায়ে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২১৩। এমন কঠিন সময়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন জাকের আলী অনিক ও হাসান মাহমুদ। অষ্টম উইকেটে তারা ৩১ রানের মূল্যবান জুটি গড়েন। এই জুটিতেই কিছুটা লিড বাড়ে বাংলাদেশের।

জাকের আলী ১১১ বলে ধৈর্য্য ধরে খেলেন ৫৮ রানের লড়াকু ইনিংস। কিন্তু ইনিংস টেনে নেওয়ার চেষ্টায় টিকে থাকতে পারেননি কেউই। ওয়েলিংটন মাসাকাদজার বলে বাজে শটে ১৬ রান করে আউট হন হাসান মাহমুদ। একই ওভারে প্রথম বলেই ফিরে যান খালেদ আহমেদ। এরপর জাকেরের বিদায়ে ৭৯.২ ওভারে ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৯১, যার জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩ রান এবং পায় ৮২ রানের লিড। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৫৫ হওয়ায় এখন ম্যাচ জিততে জিম্বাবুয়ের দরকার মাত্র ১৭৪ রান।

সূত্রঃইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *