সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ এর অনুষ্ঠান উপলক্ষে সেনাকুঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপস্থিতি সম্পর্কে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তাঁর ফেসবুক পোস্টে প্রশংসা করেছেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।”
এদিনের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন এবং একসঙ্গে অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আসিফ মাহমুদ ও অন্যান্য নেতারা তাঁর উপস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বলে উল্লেখ করেন।