সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলি বিমান হামলায় ৩৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। হামলা চালানো হয় শহরের আবাসিক ভবন এবং একটি শিল্প এলাকাতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (২০ নভেম্বর) এই খবর জানিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলি বুধবার দিবাগত রাতে, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে, জর্ডান সীমান্তের দিক থেকে পালমিরা শহরে আক্রমণ চালায়। এতে অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হামলায় ৩৬ জন নিহত ও ৫০ জন আহত হন, তবে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা দাবি করেছে নিহতের সংখ্যা ৪১।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী হামলা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে পালমিরা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ২২ বিদেশি নাগরিক ও সাত সিরীয়সহ ৪১ জন নিহত হয়েছে।
গত বৃহস্পতিবারও দামেস্কে ইসরায়েলি বিমান হামলা হয়, যাতে ১৫ জন নিহত হন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল প্রায় নিয়মিতই হামলা চালিয়ে আসছে, বিশেষত ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও সিরীয় সেনাবাহিনীর ওপর।