বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার সভাপতি ও সেক্রেটারির পরিচয় এবার প্রকাশিত হয়েছে। শিবিরের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানালে তাদের পরিচয় জানা যায়।
কুবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের ছাত্র ইউসুফ ইসলাহি, এবং সেক্রেটারি হিসেবে আছেন একই বর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় সেক্রেটারি মাজহারুল ইসলাম কুবি শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের ফোন করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি রিসোর্টে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের বিষয়টি জানিয়ে দেন। এই সময়েই তিনি শিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ করেন। তবে, অন্যান্য কমিটির সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের পরিচয় পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এছাড়া, এর আগে সোমবার (১৮ নভেম্বর) ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি— আবদুল হক মানিক এবং মোস্তাকিম আহমেদ—প্রকাশ্যে আসেন। তারা ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে প্রকাশনা উপহার প্রদান করেন। এর মধ্যে দিয়ে ঢাকা কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করেছে সংগঠনটি।