হাসিনা বিষয়ক ইস্যুতে ভারতকে সতর্ক করলেন ড. ইউনূস

শেখ হাসিনার ইস্যুতে ভারতকে সতর্ক করলেন ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হাসিনাকে বিচারের জন্য অবশ্যই ভারতকে পাঠাতে হবে। তিনি সতর্ক করেন যে, হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নত হবে না।

এ সাক্ষাৎকারটি ১৮ নভেম্বর দ্য হিন্দুর ওয়েবসাইটে প্রকাশিত হয়।

ভারত থেকে পালিয়ে গিয়ে শেখ হাসিনা সেখানে বসবাস করছেন, এটি বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য সমস্যা তৈরি করছে কিনা, এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস জানান, হাসিনার ভারতে অবস্থান আপাতত কোনো সমস্যা নয়, তবে তিনি বাংলাদেশ বিষয়ক রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তা সমস্যা সৃষ্টি করবে। ড. ইউনূস বলেন, হাসিনা বাংলাদেশিদের প্রতিবাদে উত্সাহিত করছেন, এমনকি তাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে নিয়ে বিক্ষোভ করতে বলছেন, যাতে পুলিশ বাধা দিলে তারা যুক্তরাষ্ট্রের নামে অভিযোগ তুলতে পারেন। এটি তিনি বলছেন, অন্য দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ।

ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে প্রশ্ন করা হলে, ড. ইউনূস বলেন, “আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি পথ অনুসরণ করব।” তবে, তিনি আরও জানান যে, তারা এখনো সেই পর্যায়ে পৌঁছাননি, যেখানে সরাসরি ভারতের কাছে অনুরোধ করা হবে।

ড. ইউনূস সতর্ক করেন, যদি ভারত এই প্রত্যর্পণ চুক্তি না মানে, তবে সেটা বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক মীমাংসার জন্য বর্তমান সরকারের মেয়াদ সীমিত, তবে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকার এই বিষয়টি ক্ষমা করবে না।

পূর্বে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়, তার প্রভাব আশেপাশের দেশগুলোতেও পড়বে, বিশেষত মিয়ানমার ও পশ্চিমবঙ্গে। এটা হবে এক ধরনের অগ্ন্যুৎপাত, যা বিস্তার লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *