দুই বছর আগে একসঙ্গে খেলা মোহাম্মদ আশরাফুল, সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিন এবার ভিন্ন রোলে মাঠে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল এবার কোচ হিসেবে দেখা দিলেন, সৌম্য ও সাইফউদ্দিনদের অনুশীলন করালেন। গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন তিনি, তবে তার মূল লক্ষ্য জাতীয় দলের কোচ হিসেবে কাজ করা। এজন্য তিনি সময় নিতে চান।
বিসিবির পদক্ষেপে প্রশংসা জানিয়ে আশরাফুল বলেন, “দেরিতে হলেও স্থানীয় কোচদের গুরুত্ব বোঝার সিদ্ধান্তটি সঠিক। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে তাদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে সুবিধা হয়।”
এছাড়া, মোহাম্মদ সালাহউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া প্রসঙ্গে আশরাফুল বলেন, এটি ইতিবাচক সিদ্ধান্ত। দীর্ঘ সময় পর জাতীয় দলের কোচিং প্যানেলে ফিরেছেন সালাহউদ্দিন, এবং শিগগির নারীদের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন সারোয়ার ইমরানও।
নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে আশরাফুল বলেন, “দুই দশক ক্রিকেট খেলে এখন কোচিংয়ে এসেছি। শুরুটা রংপুর রাইডার্সের সঙ্গে, পরবর্তী সময়ে বিপিএলেও কাজ করব। তবে আমি এখন শেখার প্রক্রিয়াটা উপভোগ করতে চাই এবং নিজের দক্ষতা বাড়িয়ে বড় জায়গায় যেতে চাই।”
এসময় আশরাফুল বলেন, স্থানীয় কোচদের নিয়ে বিসিবির বর্তমান উদ্যোগটি আশা জাগানিয়া, বিশেষত সালাহউদ্দিনের মতো অভিজ্ঞ একজন কোচকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যুক্ত করাটা ইতিবাচক।