জুলাই-আগস্ট আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাই উপদেষ্টা নিয়োগের সময় আমাদের মতামত নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলামোটর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে চার ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, আগামী কর্মসূচির পরিকল্পনা এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, “আজকের সভায় ১৫৮ জন সমন্বয়কের মধ্যে ৭০ থেকে ৮০ জন উপস্থিত ছিলেন। তবে বাকি সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই, আমরা একতাবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, এবং এই সরকারের উপদেষ্টা নিয়োগের সময় আমাদের মতামত অবশ্যই নেওয়া উচিত।”
সমন্বয়কদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি, শুধু সরকারের প্রশংসা করা নয়, আমরা গঠনমূলক সমালোচনাও করব। তবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনও এমন কিছু করবে না যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর বা ভোগান্তির কারণ হতে পারে।”
হাসনাত আব্দুল্লাহ আরও জানান, “বিপ্লবের ১০০ দিন পূর্তিতে আন্দোলনের শহীদ ও আহতদের সম্মানে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। এছাড়া, এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি ঘোষণা করা হবে।