ট্রাইব্যুনালে র‍্যাবের গুলিতে পা হারানোর অভিযোগ তুললেন লিমন

র‍্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দাখিল করেন লিমন হোসেন। পরে তিনি সাংবাদিকদের এ ব্যাপারে তথ্য জানান।

লিমন হোসেন বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে অনেক অপরাধীকে আসামি করার চেষ্টা করলেও নানা বাধা ও হুমকির কারণে তা সম্ভব হয়নি। তাদের মধ্যে অন্যতম ছিলেন তারিক আহমেদ সিদ্দিক, র‍্যাব-৮-এর তৎকালীন ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ, এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।”

তিনি আরও জানান, “এই সব আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে এবং তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করতে হবে।”

২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‍্যাব-৮ সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে গেলে গুলিবিদ্ধ হন তৎকালীন কলেজ ছাত্র লিমন হোসেন। তখন তার বয়স ছিল ১৬ বছর ৩ মাস। এই ঘটনায় লিমনের বাঁ পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়।

চিকিৎসাধীন অবস্থায় পড়াশোনা চালিয়ে ২০১২ সালে পিরোজপুরের কাউখালী উপজেলার কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ পেয়েছিলেন লিমন। পরে তিনি সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং উচ্চশিক্ষা লাভ করে সেখানে শিক্ষক হিসেবে যোগ দেন।

লিমনের মা, হেনোয়ারা বেগম, ২০১১ সালে র‍্যাব-৮-এর সদস্যদের বিরুদ্ধে ঝালকাঠির আদালতে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছিলেন। তবে তদন্তের পর ২০১2 সালে পুলিশ মামলাটি বন্ধ করে দেয়, যা লিমনের মা পুনরায় আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। ২০১৮ সালে আদালত মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেয়।

পিবিআই তদন্তের পর ২০২২ সালে জানায়, লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সত্য হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে প্রমাণ পাওয়া গেলে মামলাটি পুনরুজ্জীবিত করার কথা জানিয়েছে তারা।

লিমনের মা গত বছরের ডিসেম্বরে আদালতে নারাজি দাখিল করেন এবং মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *