৫৩ ঘণ্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে

“৫৩ ঘণ্টা পর গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ মুক্ত”

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দীর্ঘ ৫৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, শ্রমিকদের পাওনা কীভাবে পরিশোধ করা হবে তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তার এই আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এদিকে, শ্রমিকরা “বেতন না পেলে মহাসড়ক ছাড়বো না” দাবিতে অবস্থান নেন। তাদের দাবি ছিল, এক মাসের বেতন আগামী রোববারের (১৭ নভেম্বর) মধ্যে পরিশোধ করা হবে। শ্রম সচিব মোবাইল ফোনে শ্রমিকদের এই আশ্বাস দেন। এর পরেই, সোমবার দুপুর ২টার দিকে টিএনজেড গ্রুপের শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন। এতে, দুই মাসের বকেয়া বেতন দাবিতে গত ৫৩ ঘণ্টার অবরোধের অবসান ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) নাজির আহমেদ জানান, শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন, যা মাইকিং করে প্রচার করা হয়। এ সময় গাজীপুর সদর ইউএনও, সেনাবাহিনী, শিল্প পুলিশ এবং আন্দোলনকারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

শ্রম সচিব আশ্বাস দেন, আগামী রোববারের মধ্যে সরকার ৬ কোটি টাকা অনুদান হিসেবে প্রদান করবে এবং শ্রমিকদের অন্যান্য দাবির বিষয়ে আলোচনা করে পরবর্তীতে তাদের পাওনা পরিশোধ করা হবে। এই আশ্বাসের পরেই শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, সরকার কর্তৃক বকেয়া বেতনের বিষয়টি পরিশোধের আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *