“বঙ্গভবনের দরবার হল থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এই তথ্যটি সোমবার (১১ নভেম্বর) উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটি আমাদের জন্য লজ্জার যে, ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা এই ছবি সরাতে পারিনি। তবে যতদিন মানুষের মধ্যে ৭১-এর স্পিরিট থাকবে, ততদিন তাঁর ছবি কোথাও আর দেখা যাবে না।’
এছাড়া তিনি বলেন, ‘শেখ মুজিব এবং তার কন্যা যা করেছেন, আওয়ামী লীগকে তার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সব কর্মকাণ্ড স্বীকার করতে হবে। ১৯৭২ সাল থেকে শুরু করে অগণতান্ত্রিক সংবিধান, দুর্ভিক্ষ, বিরোধী নেতা-কর্মী ও মত প্রকাশকদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং কোটি কোটি ডলারের লুণ্ঠন (১৯৭২-১৯৭৫, ২০০৯-২০২৪) হয়ে আসছে। শুধুমাত্র তখনই আমরা ৭১-এর পূর্ববর্তী শেখ মুজিবের কথা আলোচনা করতে পারব। ফ্যাসিস্টদের বিচার এবং ক্ষমা চাওয়ার পরই কোনও পুনর্মিলন সম্ভব।'”