কানাডায় ভারতীয় ‘সন্ত্রাসী’ আর্শদীপ আটক

কানাডায় হরদীপ সিং নিজ্জারের সহযোগী খালিস্তানপন্থী আর্শদীপ সিং আটক

কানাডার পুলিশ হরদীপ সিং নিজ্জারের সহযোগী, খালিস্তানপন্থী নেতা আর্শদীপ সিংকে গ্রেপ্তার করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আর্শদীপ সিং, যাকে আর্শ ডাল্লা নামেও পরিচিত, ভারত সরকার কর্তৃক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত এবং ‘মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল’।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি কানাডার মিলটন শহরে একটি গুলির ঘটনার পর আর্শ ডাল্লাকে আটক করা হয়েছে। ভারতের নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে, যদিও কানাডা সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি। সূত্রের দাবি, ২৭ অথবা ২৮ অক্টোবরের মধ্যে মিলটন শহরে গুলির ঘটনায় আর্শদীপ সিংয়ের গ্রেপ্তার হতে পারে।

ভারতীয় তদন্ত সংস্থাগুলো জানিয়েছে, আর্শদীপ সিং তার পরিবারসহ কানাডায় বসবাস করছেন এবং তিনি ভারতীয় পাসপোর্টধারী। তিনি হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের পর খালিস্তানি টাইগার ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তাকে নিজজ্জারের উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হতো।

ভারত সরকার তার গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। আর্শদীপ সিং এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে, কংগ্রেস নেতা বালজিন্দর সিংহ বাল্লি হত্যার দায়ও আর্শদীপ সিং স্বীকার করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন, বালজিন্দর সিংহ তার জীবন ধ্বংস করে দিয়েছিলেন এবং তাকে অন্ধকার পথে যেতে বাধ্য করেছিলেন।

এছাড়া, মিলটন শহরের গত মাসের গুলির ঘটনায় তদন্তকারীরা বলছেন, আর্শদীপ সিং ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি আততায়ীদের অস্ত্র সরবরাহ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *