বিএনপি নেতাকর্মীদের ভিড়ে পূর্ণ নয়াপল্টন

বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ র‌্যালি আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এ র‌্যালি। ইতোমধ্যেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে উপস্থিত হচ্ছেন, স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা।

শুক্রবারের এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিলসহকারে কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। দুপুর আড়াইটায় এখান থেকেই র‌্যালিটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা বিভাগের প্রতিটি এলাকা থেকে নেতাকর্মীরা এ র‌্যালিতে অংশগ্রহণ করছেন, ফলে সকাল থেকেই মিছিলের ঢল দেখা যাচ্ছে। মহানগরের সব ওয়ার্ড থেকেও নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন।

তিনি আরও জানান, নয়াপল্টনে রাতেই মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে এবং আজকের র‌্যালি স্মরণকালের অন্যতম ঐতিহাসিক শোভাযাত্রা হবে।

বিএনপির পক্ষ থেকে শোভাযাত্রার রুট জানানো হয়েছে। এটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড় পর্যন্ত যাবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন), বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *