গজনফর বাংলাদেশকে চাপে ফেলে দেন, কে এই ক্রিকেটার?

সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে বাংলাদেশের জন্য বিপত্তি হয়ে দাঁড়িয়েছেন আফগানিস্তানের তরুণ স্পিনার গজনফর। সবাই এক বাক্যে বলছেন, এই প্রতিভাবান ক্রিকেটারই বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে বেকায়দায় ফেলেছেন। গজনফরকে নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে বেশ চর্চা শুরু হয়েছে। মঞ্চে তার অভিষেকেই যেন বুঝিয়ে দিয়েছেন, ক্রিকেট দুনিয়ায় তার পথচলা আরও দীর্ঘ হবে।

গজনফরের পুরো নাম আল্লাহ মোহাম্মদ গজনফর। বাংলাদেশের বিপক্ষে মাত্র ৬.৩ ওভারে বল করে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন ৬টি গুরুত্বপূর্ণ উইকেট। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই স্পিনার একাই প্রায় বিধ্বস্ত করেছেন বাংলাদেশের ব্যাটিং। তার ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন তানজিদ তামিম, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। এর ফলে গজনফর ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।

গজনফরের গল্পটাও বেশ চমকপ্রদ। শুরুতে তিনি ছিলেন পেসার এবং টেনিস বলের ক্রিকেট দিয়ে তার উত্থান। কোচের পরামর্শে পেস বোলিং ছেড়ে স্পিনে মনোযোগ দেন। এই পরিবর্তনই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সে আছেন গজনফর। এছাড়াও তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেও ছিলেন। ২০২৪ সালে কেকেআর যখন আইপিএল শিরোপা জয় করে, সেই দলের অংশ ছিলেন তিনি। মুজিব উর রহমানের চোটের জন্য কেকেআর ও আফগানিস্তান উভয়ের জন্যই তাকে দলে নেওয়া হয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চারটি ম্যাচে আট উইকেট নিয়ে নজর কাড়েন, যা তাকে জাতীয় দলে পৌঁছে দেয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক ঘটে তার। এরপর এমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা এ দলকে হারানোর মধ্য দিয়ে শিরোপা জেতে আফগানিস্তান, যেখানে গজনফর ছিলেন ম্যাচ সেরা।

গজনফরের বোলিংয়ে রয়েছে বৈচিত্র্য। তিনি মূলত অফ স্পিনার হলেও ক্যারম বল, ব্যাক স্পিন, গুগলি এবং গতির ভিন্নতা নিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করতে সক্ষম। এমনই এক ক্যারম বলে মুশফিকুর রহিমকে পরাস্ত করে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। ২০১৫ সালের পর ওয়ানডেতে মুশফিকের প্রথম স্টাম্পিং হওয়ার ঘটনা গজনফরের দক্ষতার উদাহরণ।

আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি বলেন, ‘গজনফর অসাধারণ প্রতিভাধর, তিনি আফগানিস্তানের ভবিষ্যৎ। এমন একজন প্রতিভাবান খেলোয়াড়কে দলে পেয়ে আমরা সত্যিই খুশি।’ নিজের দিনে বিপক্ষের ব্যাটারদের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারেন গজনফর, তা তার সাম্প্রতিক পারফরম্যান্সই বলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *