সবকিছুই মসৃণভাবে চলছিল ম্যানচেস্টার সিটির জন্য। কিন্তু তারপর, হঠাৎ করে ঘটল ছন্দপতন। মাত্র ছয় দিনের ব্যবধানে যেন ছিটকে পড়েছে তারা স্বাভাবিক পথ থেকে; তিনটি ভিন্ন প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে হারের মুখ দেখেছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিং লিসবনের বিপক্ষে হারার পর, সিটির অভিজ্ঞ মিডফিল্ডার বের্নার্দো সিলভার মনে হচ্ছে তাদের দল যেন ‘অন্ধকার এক গলিতে’ প্রবেশ করেছে।
ঘরোয়া লিগে শিরোপা ধরে রাখা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে দৃঢ়ভাবেই এগিয়ে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছিল তারা। ইউরোপিয়ান আসরেও প্রথম ম্যাচ ড্র করার পর পরের দুটি ম্যাচে জয় তুলে নেয় পেপ গুয়ার্দিওলার দল।
এই দারুণ ফর্মের মধ্যেই, গত ৩০ অক্টোবর লিগ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় সিটি। মৌসুমের প্রথম পরাজয়ের ফলে তাদের লিগ কাপের যাত্রা সেখানেই থেমে যায়। তার তিন দিনের মধ্যে প্রিমিয়ার লিগে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বোর্নমাউথের মাঠে গিয়ে একই ব্যবধানে আবারও হেরে বসে তারা, যা শিরোপাধারীদের জন্য ছিল চরম হতাশার।