ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে খামেনির ঘোষণা: ‘যুদ্ধ শুরু হয়ে গেছে’

ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনেয়ি: ‘যুদ্ধ শুরু হয়েছে’

ইসরায়েল-ইরান উত্তেজনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে অবশেষে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা করেন, “যুদ্ধ শুরু হলো।”

ইরান ইন্টারন্যাশনাল সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, খামেনেয়ির পোস্টটিতে বলা হয়েছে, “মহান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।” এখানে ‘হায়দার’ নামটি ইসলামের প্রথম ইমাম আলী (আ.)-এর একটি উপাধি, যিনি শিয়া মুসলমানদের কাছে নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে সম্মানিত।

পোস্টটির সঙ্গে যুক্ত একটি ছবিতে দেখা যায়, এক ব্যক্তি তরবারি হাতে একটি প্রাচীরঘেরা দুর্গের গেটে প্রবেশ করছেন, আর আকাশে অগ্নিরেখা আঁকা রয়েছে — যা একধরনের প্রতীকী যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বহন করে।

আরেকটি পোস্টে খামেনেয়ি আরও কড়া ভাষায় বলেন, “সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের কঠোর জবাব দিতে হবে। ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপসে যাবে না।”

এই বক্তব্য আসে এমন সময়, যখন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানের প্রতি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর দাবি তোলেন এবং বলেন যে “খামেনেয়িকে হত্যা করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে।” তার কিছুক্ষণের মধ্যেই খামেনেয়ির এই বার্তা প্রকাশ্যে আসে, যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *