প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, শুভকামনা জানালেন ট্রাম্প ও হিলারি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, এবং তা শরীরের হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। রোববার (১৮ মে) বাইডেনের ব্যক্তিগত কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রস্রাবজনিত সমস্যা অনুভব করায় বাইডেনের শারীরিক পরীক্ষা করা হয় এবং শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা জানান, এটি একটি আগ্রাসী ধরণের ক্যানসার, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), এবং হাড়ে ছড়িয়ে পড়ার লক্ষণ রয়েছে। তবে এটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার সম্ভাবনা এখনো রয়েছে।
৮২ বছর বয়সী বাইডেন ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করছেন।
এই খবর প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে রাজনৈতিক অঙ্গনে সহানুভূতির ঢল নামে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় জানান, তিনি ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এ খবরে অত্যন্ত ব্যথিত। তিনি লিখেছেন, “আমরা সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন এবং গোটা বাইডেন পরিবারের প্রতি আন্তরিক শুভকামনা জানাই। জো বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছি।”
এছাড়া, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার ফেসবুক পেজে একটি বার্তায় বলেন, “আমি বাইডেন পরিবারকে নিয়ে ভাবছি, যারা এমন এক কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করছেন, যাতে ভবিষ্যতে অন্যদের এ পথ পাড়ি দিতে না হয়। বাইডেনের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।”
উল্লেখ্য, বাইডেন ২০১৫ সালে তার বড় ছেলে বিউ বাইডেনকে ব্রেইন ক্যানসারে হারান। সেই ঘটনার পর থেকেই তিনি ক্যানসার গবেষণা ও প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ২০২২ সালে তিনি ও স্ত্রী জিল বাইডেন ‘ক্যানসার মুনশট’ নামক একটি উদ্যোগ পুনরায় চালু করেন, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ক্যানসারজনিত মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।
সূত্রঃ একুশে