মিসড কলের মাধ্যমে সদস্য সংগ্রহেও পাশ মার্কস পেল না, সম্পূর্ণ ফেল বঙ্গ বিজেপি

বঙ্গ বিজেপি সদস‌্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং পাশ মার্কসও তুলতে পারেনি। কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া ‘টাস্ক’ এর সিকিভাগও পূরণ করতে পারেনি দল। এক কোটি সদস‌্য সংগ্রহের লক্ষ্য ছিল, তবে বর্তমানে মাত্র ২৬ লক্ষ ৯৩ হাজার সদস‌্য সংগ্রহ হয়েছে, যা মূল টার্গেট থেকে অনেকটাই কম। ৩১ ডিসেম্বর পর্যন্ত আর মাত্র ১১ দিন বাকি, আর এই সময়ের মধ্যে যদি দল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, তাহলে এর ফলাফল খুব ভালো হবে না। কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে পরিষ্কারভাবে সতর্ক করেছেন, যে যদি পাশ করা না যায়, তাহলে তার প্রভাব দলের উপর পড়বে।

মঙ্গল পাণ্ডে বৈঠকে বলেছেন, “১০০ নম্বরের মধ্যে ৩০ পেলে পাশ করা সম্ভব, তবে বঙ্গ বিজেপি এখনও ২৬.৯৩ শতাংশ নম্বর পেয়েছে।” রাজ্য নেতা একটি মন্তব্য করেন, “আমাদের এখানে পাশ মার্কস ১০০-এ ৩৪।” তখন মঙ্গল পাণ্ডে পালটা বলেন, “তাহলে আপনারা তো ডাহা ফেল করেছেন।” পাশ মার্কস নিয়ে বিতর্কের মধ্যে রাজ্য নেতারা কেন্দ্রীয় নেতাদের সমালোচনার মুখে পড়েন।

এছাড়া, বঙ্গ বিজেপির ‘সক্রিয় সদস‌্য’ কর্মশালায় দেখা যায়, দলের সাধারণ সদস‌্য সংগ্রহের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়া ছাড়াও, ‘অ‌্যাক্টিভ মেম্বার’ হিসেবেও লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না। কর্মী সঙ্কট এবং বুথ, মণ্ডলস্তরের সংগঠন পরিস্থিতির কারণে ‘অ‌্যাক্টিভ মেম্বার’ হওয়ার জন্য ৫০ জন সাধারণ সদস‌্য করার শর্ত শিথিল করা হয়েছিল, তবে তাও পূর্ণ হয়নি।

রাজ্য নেতাদের কর্মকাণ্ডের জন্য কেন্দ্রীয় নেতারা একপ্রকার ভর্ৎসনা করেছেন। তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যারা সদস‌্য সংগ্রহে ব্যর্থ হয়েছেন, তাদের ভবিষ্যতে প্রার্থী করা হবে কিনা, তা দল চিন্তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *